নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট
নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৪ তম বার্ষিক সাধারণ সভা বুধবার বিআরডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো আলী আজ বাহার সুমন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমাম মোল্লা, উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা ইসমাইল হোসেন, সমিতির পরিচালক সাংবাদিক জয়নাল আবেদীন, মো. আবদুল মন্নান প্রমুখ।
সভায় সমিতির বিভিন্ন কার্যক্রমের অর্গগতি ও উন্নয়ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে শ্রেষ্ঠ সংগঠক হিসাবে মনোনীত মো আবদুল মন্নানকে উপটোকন প্রদান করা হয়।