নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও মানব কল্যাল সংস্থা কুমিল্লার (মাকস্ কুমিল্লা) আয়োজনে অসচ্চল পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরণের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্প এর গাভী প্রদান অনুষ্ঠান বুধবার মাকস্ কুমিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেল, বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, পল্লী রেনেসা সংস্থা (পরস) নির্বাহী পরিচালক মো. জয়নাল আবেদীন, উপজেলা উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ছালেহ আহমেদ পাটোয়ারী, মাকস্ কুমিল্লা নির্বাহী পরিচালক কাজী শামিম উদ্দিন খোকা প্রমুখ। আলোচনা সভাশেষে উপজেলা ৫টি অসচ্চল পরিবারের মাঝে বিনামূল্যে ৫টি গাভী বিতরণ করা হয়।
মানব কল্যাল সংস্থা কুমিল্লার (মাকস্ কুমিল্লা) সংগঠনটি দীর্ঘদিন থেকে আত্বসামাজিক উন্নয়ন কল্পে বিভিন্ন ধরণের অনুদান অনুদান প্রদান করে আসছেন।