মোঃ মাসুদ আলম বেপারী
কুমিল্লা লাকসামে “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ” আগামীকাল ২০ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার লাকসাম স্টেডিয়াম মাঠে মহা সমাবেশের আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় দলীয় নেতাকর্মীদের পোস্টার-ব্যনার ও গেইট দিয়ে সাজানো হচ্ছে শহরের অলিগলি।
এরি মধ্যে (১৯ ই ফেব্রুয়ারী) বুধবার সকালে লাকসাম উপজেলার বিভিন্ন স্থানে সাবেক ৩ বারের মনোনয়ন প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য কর্নেল অবঃ এম আনোয়ার উল আজিমের দেয়ালে সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলা ও বিভিন্ন স্থানে গেইট ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা মোঃ জাহিদ জানান, আজ বুধবার সকালে আমরা খবর পাই আমরা যারা কর্নেল আজিম অনুসারী আমাদের সাঁটানো পোস্টার- ব্যনার ও বিভিন্ন স্থানে গেইট ভেঙ্গে ফেলা সহ আগুন দেওয়া হয়েছে। আমরা পরে ঘটনার বিভিন্ন স্থানে যাই। এবং গিয়ে দেখি আমরা যারা কর্নেল আজিম এর অনুসারী আমাদের সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলা ও বিভিন্ন স্থানে গেইটে আগুন দেওয়া তথ্য টি সত্য। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিএনপি নেতা মোঃ ফজলে রহমান চৌধুরী আয়াজ বলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে আদর্শকে পছন্দ করি, মাদার অব ডেমোক্রেসি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ও তারুণ্যের অহংকার তারেক রহমানের রাজনীতি করি। আমরা কর্নেল আজিম কে অনুসরণ করি। আমরা যার আদর্শ পছন্দ করি যাদের রাজনীতি ও যাকে অনুসরণ করি কেউ-ই নোংরামী পছন্দ করেন না। আমি এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।