লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে দেয়ালে সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পোস্টার ছিঁড়তে বাধা দেওয়ায় দ্ইুজনকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ জানা যায়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাকই ইউনিয়নের বিজরা পরানপুর তুলাতলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি তুলাতলি এলাকার জোবায়ের হোসেন জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে ডাকসু সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনীর পক্ষে পোস্টারিং করা হয়। ওই সময়ে একই এলাকার বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম গ্রুপের যুবদল কর্মী রিপন ও জাহাঙ্গীর পোস্টার সাঁটাতে বাধা দেয়। পরে স্থানীয় বিএনপি নেতা অধ্যাপক আবুল হোসেন বিষয়টি সমাধা করে দেন।
এদিকে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কালাম গ্রুপের যুবদল কর্মী রিপন ও জাহাঙ্গীর তুলাতলি মার্কেট এলাকায় সাঁটানো তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ডাকসু সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনীর ছবি সম্বলিত পোস্টারগুলো ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় পোস্টার ছিঁড়তে বাধা দিলে স্থানীয় দোকানী খোকন মিয়া (৫৫) ও আক্কাস মিয়াকে (৪৫) রুটি তৈরির বেলুন দিয়ে পিটিয়ে আহত করে তারা। এতে খোকন মিয়ার মাথা ফুলে যায় এবং আক্কাস মিয়ার হাতে আঘাত পান। এ সময়ে রিপন ও জাহাঙ্গীর উচ্চস্বরে বলতে থাকে এই এলাকায় আবুল কালাম কালাম ছাড়া অন্য কারো রাজনীতি চলবে না।
ডাকসু সাবেক সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, আমরা জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকায় পোস্টারিং করি। কিন্তু পোস্টার লাগানোর সময় কিছু লোক ‘আমরা কালাম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ’ বলে পোস্টারিংয়ে বাঁধা দেয়। মঙ্গলবার সকালে আমার পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পোস্টার ছিঁড়তে বাঁধা দেয়ায় দুইজনকে আহত করা হয়েছে। আমি এ বিষয়ে দলের হাইকমান্ডের এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি মো. আবুল কালামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।