মনোহরগঞ্জ প্রতিনিধি
উন্নত মানের চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে, মনোরম পরিবেশে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়ার প্রাণকেন্দ্রে “নাথেরপেটুয়া মডার্ণ হসপিটাল” এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মিলাদ ও দোয়ার মাধ্যমে উক্ত হসপিটালটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। হসপিটালের চেয়াম্যান ডাক্তার মমিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটালের ভাইস চেয়ারম্যান ডাক্তার মনির হোসেন সাদ্দাম, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান, উপদেষ্টা মোঃ আলী হোসেন রুবেল, নির্বাহী পরিচালক মোঃ আবু নোমান ও মোঃ মনির হোসেন, বরল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিন্টু, কুমিল্লা রয়েল হাসপাতালের পরিচালক মিজানুর রহমান, নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন, মুফতি নজরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু বকরসহ হসপিটালের পরিচালকগণ, গ্রাম ডাক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে বিশেষ মিলাদ ও দোয়া পরিচালনা করেন নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রী মাদরাসার ভাইস প্রিন্সিপাল ইউসুফ ফারুকী।
নাথেরপেটুয়া মডার্ণ হসপিটাল উদ্বোধনের মধ্য দিয়ে অত্র অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা আরো এক নয়াদিগন্তের সুচনা হয়েছে বলে মনে হসপিটালের চেয়ারম্যান ডাঃ মমিনুল হক।