চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদ ঘোলপাশা ইউনিয়ন নব- গঠিত কমিটির সংবর্ধনা ও দরিদ্র পরিবারকে ভ্যানগারি উপহার দেওয়া হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকালে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব রেজাউল করিম রিপন।
চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক এন এইচ রাসেল বাঙালীর সঞ্চলনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও গণধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম ফরিদ আমিন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ রাসেল হোসেন, গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুল আউয়াল, চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি এইচ এম তামজিদ, ঘোলপাশা ইউনিয়ন গণধিকার পরিষদের আহবায়ক মোঃ মনির হোসেন মীরু এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার সাবেক যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান, শ্রমিক অধিকরা পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ সবজি সরকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে ঘোলপাশা ইউনিয়ন গুজরা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মোঃ ওমর ফারুক কে গণঅধিকার পরিষদ চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে একটি ভ্যান গাড়ি উপহার দেওয়া হয়।