মাওলানা মোঃ ইউসুফ আলী
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ১০ নং জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া পশ্চিম পাড়া সুফি বাড়ি জামেমসজিদ সংলগ্ন ময়দানে প্রতিবছরের ন্যায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার ছারছীনা দরবার শরিফের মরহুম পীর সাহেব কেবলা ত্রয়- আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি নেসার উদ্দিন আহমদ (রহঃ) এর ৭৩ তম,মোজাদ্দেদে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর (রহঃ) এর ৩৫ তম,বাহারে শরীয়ত ও তরিকত আশেকে রাসুল হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ১ম ও আশেকে রাসুল মুফতি আব্দুল মমিন (রহঃ) এর ৪র্থ ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে তামাম মমিন মমিনাতের স্মরণে ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। বাহুড়া পশ্চিম পাড়া সুফি বাড়ি জামেমসজিদ এর সভাপতি সাংবাদিক মাওলানা মোহাম্মদ ইউসুফ আলীর ব্যবস্থাপনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বাইতুর রহমান জামে মসজিদের খতিব বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের ধর্মীয় আলোচক হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া হযরত রাহাত আলী শাহ (রহঃ) মাজার মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল কাদেরী।মাহফিলে তালিম পরিচালনা করেন কুমিল্লা বারইয়া কৃষ্ণপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রব।মাহফিলে বিশেষ ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন জােড্ডা বাজার আলীয়া মাদ্রাসার অধ্যাপক হযরত মাওলানা ইউসুফ মোল্লা,হযরত মাওলানা শাহ আলম, হযরত মাওলানা নেছার উদ্দিন,হযরত মাওলানা আবুল খায়ের, মাওলানা মোহাম্মদ ইয়াসিন, হাফেজ আবু বকর, মাওলানা মোঃ মোজাম্মেল সহ বহু ওলামায়ে কেরাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাস্টার আলী আশরাফ খান, আলহাজ্ব মাস্টার আলী আক্কাস খান, মোঃ হাবিবুর রহমান,মোঃ হনিফ, ডাক্তার মোশারফ হোসেন, আব্দুল কুদ্দুস কোম্পানি, মোঃ সোহেল কন্ট্রাক্টর সহ প্রমুখ। মাহফিলে আলোচক গন পবিত্র কুরআন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এবং ছারছিনা শরীফেরসহ বিভিন্ন আউলিয়া কেরামদের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মাহফিল শেষে দোয়া মোনাজাতের পূর্বে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় মোনাজাতে সকল কবরবাসীদের মাগফেরাত কামনা এবং জীবিত সকল মুসলমানের নেক হায়াতের জন্য দোয়া করা হয়। মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মফিজুর রহমান।