লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসামে বুধবার দুপুরে বরইগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হাই এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি কামাল হোসেন হেলাল, উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিছ মিয়া, বিদ্যালয়ের গর্ভনিং বর্ডির প্রাক্তন সভাপতি প্রজ্ঞাশ্রী মহাথের, বাকই দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জামায়াত এর আমির হাফেজ অহিদুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য বৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এবং অনুষ্ঠান শেষে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।