মোঃ নাজিম উদ্দিন (নিজাম)
কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা পাইলট স্কুলে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এ এম আক্তারুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী সদস্য মো: জাকির হোসেন, ও বিদ্যালয়ের সাবেক সভাপতি এস.এম মাসুদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, অভিভাবক সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবক সহ অন্যরা। দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত।