নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধ ভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটা গুড়িয়ে দিয়েছে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার নেতৃত্ব সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের উপস্থিতিতে বক্সগঞ্জ ইউনিয়নের কোকালী গ্রামে বি.বি.এম ইটভাটায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ব্যতীত লোকালয়ে ফসলী জমির উপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগ ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজকে অবৈধ একটি ইটভাটা ধ্বংস করলাম, চিমনি চুলাসহ সকল কার্যক্রম ভেঙে দিয়ে আমরা এ ইটভাটার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি এবং পর্যায়ক্রমে নাঙ্গলকোট উপজেলার যে সকল অবৈধ ইটভাটা রয়েছে সবগুলো আমরা এভাবে বন্ধ করে দিব। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার, জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক চন্দন বিশ্বাস, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন ইউনিট।