লাকসাম প্রতিনিধি
আগামী ২০ ফেব্রুয়ারী কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে মাঠে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভায় লক্ষ লক্ষ লোকের সমাগম কেন্দ্র কুমিল্লা-৯আসনের বিএনপির দলীয় সাবেক এমপি কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিমের নির্দেশে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যান্ত নিরাপত্তা চেয়ে ও মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছেন লাকসাম উপজেলা বিএনপি। বিএনপির কুমিলা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিমের নির্দেশে লাকসাম উপজেলা বিএনপি নেতা ফজলে রহমান চৌধুরী আয়াজ, লিখিত দরখাস্ত আবেদনে বলেন, আগামি ২০ ফেব্রুয়ারী ঐতিহাসিক কুমিল্লার জেলার লাকসাম স্টেডিয়াম মাঠে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষে আগামির ২০ ফেব্রুয়ারী জনসভায় ব্যাপক জনসমাগম হবে জনসভাটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পূর্ণ করতে অবহিত করণ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের প্রয়োজন মনে করছে লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। একই সাথে আগামী ১৮ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকা হতে ২০ ফেব্রুয়ারী জনসভার সকল কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লাকসাম স্টেডিয়াম মাঠ ও মাঠের আশেপাশের এলাকাসহ সমগ্র লাকসাম শহর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত চেয়েও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার বিশেষ শাখা ও লাকসাম থানা অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) বরাবরে বিষয়টি অবহতি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফজলে রহমান চৌধুরী আয়াজ, হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, হাজী মুহাম্মদ মনিরুজ্জামান মনির, মনজুরুল আলম বাচ্চু, মনির আহমেদ প্রমুখ। এদিকে জনসভাকে কেন্দ্র করে লাকসাম বিএনপির দুই গ্রুপ সাবেক এমপি ও কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিম ও কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের অনুসারী নেতাকর্মীরা প্রতিদিন শহরে ব্যাপক গন সংযোগ ও মিছিল মিটিং চালিয়ে যাচ্ছেন।