নাঙ্গলকোট প্রতিনিধিকু
মিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতা ও যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক। আটককৃতরা হলেন, উপজেলার ঢালুয়া ইউপির বদরপুর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে ও উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন (৩৫), পৌরসভার হরিপুর গ্রামের ছাদেক হোসেনের ছেলে ও পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ (২৭)।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, মামলার তদন্ত সাপেক্ষে রোববারে রাতে তাদের আটক করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।