চৌদ্দগ্রাম প্রতিনিধি
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার জন্য সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হারুন-অর-রশিদ মজুমদার।
শনিবার বিকেলে গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকদলের সভাপতি হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, দক্ষিণ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক আবদুর রহিম ভূঁইয়া জসিম, দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য আবদুল হান্নান, গুণবতী ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী, কৃষকদলের সাধারন সম্পাদক মাইন উদ্দিন। গুণবতী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউছুপ হোসেন আরিফ জিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুল হক, বেলাল হোসেন, জসিম উদ্দিন, বেলাল হোসেন, ডা: মীর হোসেন মীরু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ হোসেন মাহমুদ, নজরুল ইসলাম আরসু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ ইস্রাফিল সুজন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।