মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩ ফেব্রæয়ারী সোমবার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুহাম্মদ সাকিব হোসাইন ও সদস্য সচিব জিয়া উদ্দীন মুহাম্মদ রুবেল স্বাক্ষরিত ২০১ সদস্য বিশিষ্ট কমিটিতে শরীফুল ইসলামকে আহবায়ক ও দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে মনোহরগঞ্জ উপজেলার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত এ কমিটির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সাথে সাক্ষাত করে তাদের খোঁজ খবর নেন এবং নিহতদের কবর জিয়ারত করে তাদের আতœার মাগফেরাত কামনা করেন। এছাড়া উপজেলা প্রশাসনের সাথেও মতবিনিময় করেন কমিটির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিদ হোসাইন, মূখ্য সংগঠক সাগর হোসাইন, মুখপাত্র ফজলুল করিম ফিরোজ, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ফরহাদ, রায়হান চৌধুরী, সংগঠক আশরাফুল শামীম প্রমুখ।