নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে আলোকিত বেকামলিয়া সমাজ কল্যাণ এর উদ্যোগে ও লাকসাম গ্রীন লাইফ হসপিটালের সৌজন্যে (৮ ফেব্রুয়ারী) শনিবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও ব্লাড গ্রুপ নির্ণয়ের পিপড্ডা, বেকামোলিয়া আলহাজ্ব মোমেনা খাতুন রহমানিয়া নূরানী মাদ্রাসায় আয়োজন করা হয়েছে । এতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও সার্জারী স্পেশালিষ্ট ডাঃ রায়হানুল হক, গাইনী, স্ত্রী, প্রসূতি রোগ ও গাইনী সার্জারীতে অভিজ্ঞ ডাঃ এলিনা হক (প্রমি), মেডিসিন, বক্ষব্যাধি, হৃদরোগ চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ডাঃ সুকান্ত সূত্রধর, চক্ষু চিকৎসক অপ্টোমেট্রিস্ট মোঃ ইসমাঈল হোসেন। এ সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আলোকিত বেকামুলিয়া সমাজ কল্যাণের সভাপতি, মনির আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, আলমগীর, আব্দুল আহাদ, বাবলু, সালাহউদ্দিন শাহ্ জালাল,রিয়াদ,সালাহউদ্দিন, অন্তর, ইমান, তারেখ, হুমায়ুন,মাসুদসহ আরো অনেকে। এসময় আলোকিত বেকামুলিয়া সমাজ কল্যাণের সভাপতি মনির আহম্মেদ বক্তব্যে বলেন, বিগত দিনে আলোকিত বেকামলিয়া সমাজ কল্যাণ পরিষদ বেকামলিয়া জামে মসজিদ পাশে জলাবদ্ধতা রোধে ৫ মিটার ড্রেন নির্মাণ , বন্যায় ক্ষতিগ্রস্ত ১ কিলোমিটার সড়ক সংস্কার,১৫ টি অসহায় পরিবারকে পূর্ণবাসন, বন্যায় ২ শতাধিক পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান, ফসলি জমির মাঠে কৃষকরা যাতে পানি সুপেয় পানি পান করতে টিউবওয়েল নির্মাণ, হতদরিদ্র দুই যুবককে অর্থ সহায়তা প্রদান করে বিদেশে প্রেরণ, গত রমজানের ঈদে মসজিদের ইমামসহ ৫০ টি পরিবারকে নগদ অর্থ প্রদানসহ চুরি ডাকাতি রোধে দুই কিলোমিটার সড়কে আলোকসজ্জা ব্যবস্থা করে দেন।