নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লা এসপি অফিসে নাঙ্গলকোট উপজেলা হেসাখাল ইউনিয়নের সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম ভূঁইয়া হত্যার এজহার ভূক্ত আসামী আহসান উল্লাহর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর শুক্রবার দিবাগত রাতে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় তার বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ নিয়ে ৬ ফেব্রুয়ারী রাতে দৈনিক যায়যায়দিন পত্রিকার অনলাইনে “এসপি অফিসে হত্যা মামলার আসামির সেলফি ভাইরাল” শিরোনামে সংবাদ প্রচার হওয়ার পর টনক নড়ে পুলিশের। খোঁজ নিয়ে জানা যায়,বৃহস্পতিবার( ৬ ফেব্রুয়ারি)সদ্য ঘোষিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহাম্মদ খাঁন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে সেখানে সেলিম ভূঁইয়ার হত্যা মামলার এজহার ভূক্ত ১২ নং আসামী উপজেলার পেরিয়া ইউপির মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আহসান উল্লাহ সেলফি তুলে নিজের ফেসবুক আইডিতে শেয়ার করলে মুহুর্তে ভাইরাল হয়। ছবির স্ক্রীনসট নিয়ে বিভিন্ন আইডি থেকে শেয়ার করলে তিনি তা সরিয়ে নেন। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন,মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সমর বড়ুয়া কুমিল্লা থেকে হত্যা মামলার এজহার ভূক্ত আসামী আহসান উল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।