লাকসাম প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আয়োজনে লাকসামে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত র্যালি ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে র্যালীটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় র্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবদুর রব ফারুকী, সাবেক সভাপতি নিজাম উদ্দিন মু. মহসিন, ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা শহীদুল্লাহ, সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু বকর জাহিদ। এছাড়াও লাকসাম শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলামসহ কুমিল্লা দক্ষিণ জেলা ইসলামী ছাত্রশিবিরের হাজারো নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। র্যালী শেষে সমাবেশে বক্তারা বলেন- জাতিকে সঠিক পথের দিশা দিতে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়। অন্যেরা যেখানে টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত সেখানে ছাত্রশিবির ছাত্রদের নৈতিক, চারিত্রিক ও আত্মিক উন্নয়নে কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে বারবার ছাত্রশিবির জালিম সরকার দ্বারা নির্যাতিত হয়েছে। বাংলার এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাজ করে যাবে ইনশাআল্লাহ।