নাঙ্গলকোট প্রতিনিধি
নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উপজেলা হেলিপেড মাঠে ৫৩ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন আব্দুল হালিম, সহযোগিতায় ছিলেন শারীরিক শিক্ষার শিক্ষক সাইফুল ইসলাম,রফিকুল ইসলাম, আব্দুল কাদের, খোদেজা বেগম,শামীমা আক্তার, নাসিমা আক্তার, নিজামুদ্দিন। উপজেলা মাধ্যমিক অফিসার মোহাম্মদ ইউনুস এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মোঃ সোহরাব হোসেন ও আবু ইউসুফ,মাওলানা ইয়াসিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন স্বপন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, মোঃ আবু বক্কর সিদ্দিক লিটন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন প্রমুখ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন, প্রধান শিক্ষক ওবায়দুল হক, মফিজুর রহমান,জালাল আহমদ, আলী হোসেন, আফরোজা বেগম,আব্দুল হক, কেফায়েত উল্লাহ, বেলাল হোসেন,জাকির হোসেন প্রমুখ।