নিজস্ব প্রতিবেদক
লাকসাম রেলওয়ে জংশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে আলহাজ মোস্তফা কামাল ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নুরুন্নবী পেয়েছেন ১৫৮ ভোট। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল হাসেম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৩ জন। এর মধ্যে আইন বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১০টি পদে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৬৬ জন। এর মধ্যে ৩৫৬ জন ভোট দিয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আলহাজ মজির আহমদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে জংশন বাজারের ব্যবসায়ী মো. আবুল কাশেম, মাষ্টার হাবিবুল ইসলাম, আবদুস সাত্তার, মাষ্টার মাহবুব এবং আবুল হোসেন দায়িত্ব পালন করেন। নির্বাচনে ১০টি পদের মধ্যে সভাপতি পদে আলহাজ মোস্তফা কামাল, মো. নুরুন্নবী, হানিফ মজুমদার, সহ-সভাপতি পদে আবদুল ওয়াদুদ, মফিজুর রহমান, নেয়ামত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক পদে আবুল হাসেম মিলন, আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, জাবেদ মিয়া, আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক এনাম, আবদুল মালেক, সাংগঠনিক সম্পাদক পদে আবুল হাসেম, এমরান হোসেন, রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে ওমর ফারুক, জাহিদ হোসেন রিপন, মাহবুব রাব্বানী দিদার, প্রচার সম্পাদক পদে আবু তাহের, মীর হোসেন, আবদুল খালেক পরান, ক্রীড়া সম্পাদক পদে তোফায়েল আহমেদ, মঞ্জুর ইসলাম, ফজলুল হক, আনোয়ার হোসেন। কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন, আল আমিন, সাহাব উদ্দিন। ধর্ম বিষয়ক সম্পাদক পদ নজরুল ইসলাম, রবিউল হোসেন, আবুল কালাম শামীম প্রতিদ্বন্দ্বিতা করেন।