এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ/মরনে তাই তুমি করে গেলে দান…..। লাকসাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ভাষা সৈনিক প্রয়াত আব্দুল জলিলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেন লাকসামের সাংবাদিক নেতৃবৃন্দ। ২৪ শে জানুয়ারি শুক্রবার বিকেলে চন্দনা গ্রামে প্রয়াত সাংবাদিকের পারিবারিক কবরস্থানে হাজির হয়ে সাংবাদিক নেতৃবৃন্দ এ কবর জেয়ারত ও দোয়া মোনাজাত করেন। আগত সাংবাদিক নেতৃবৃন্দ কিছু সময় বরেণ্য সাংবাদিক আব্দুল জলিলের কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠের পর দোয়া -দুরুদ পাঠ করেন, পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তারা। প্রেসক্লাবের আহবায়ক মনির আহমেদ বলেন,১৯৫৮ সালে তাঁর প্রতিষ্ঠিত ‘লাকসাম লেখক সংঘ’র মাধ্যমে ভাষা সৈনিক ও সাংবাদিক আব্দুল জলিল সৃজনশীল লেখক, সাহিত্যিক ও সাংবাদিক তৈরির প্রচেষ্টা চালান।১৯৮৩ সাল থেকে লাকসামের ইতিহাস, ইতিবৃত্তে দুঃসাহসিক পথ চলাতে আব্দুল জলিলের অবদান অনস্বীকার্য।
প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ বলেন, কিংবদন্তীতুল্য সাংবাদিক আবদুল জলিল ব্যক্তিগত লাভ লোকসানের পরোয়া না করে যেভাবে সত্য লিখেছেন জীবনভর, বর্তমান প্রজন্মের সাংবাদিকরা তা অনুসরণ করলে ধুঁকতে থাকা গণমাধ্যমের সুদিন ফিরবে। সাংবাদিক আব্দুল জলিলের মতো অধিকার আদায় দেশ ও মানুষের কাজে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক লাকসাম প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সময়ের দর্পণের বিশেষ প্রতিনিধি শাহ নুরুল আলম, লাকসাম টিভি নিউজের আব্দুল জলিল, রুপালি বাংলাদেশ লাকসাম প্রতিনিধি মোজাম্মেল হক আলম, আজকের জিবন লাকসাম প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক সংগ্রাম প্রতিদিন লাকসাম প্রতিনিধি দেলোয়ার হোসেন, সময়ের দর্পণ ও বিকেটিভি প্রতিনিধি আনোয়ারুল আজিমসহ নেতৃবৃন্দ।