কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে ওই পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জসিম উদ্দিন মজুমদার ও তার গুন্ডা বাহিনী কর্তৃক মারধরের শিকার হয়েছেন আমিন ও সুমন নামের দুই সেবাগ্রহীতা। মারধরের শিকার আমিন ও সুমন ওই ইউপির গোহারুয়া বেপারিবাড়ির আলী আরশাদের ছেলে ও স্থানীয় মান্দ্রা বাজারের ব্যবসায়ী। জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নাগরিকত্ব সনদ আনতে ইউনিয়ন পরিষদে গিয়ে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। এই সময় চেয়ারম্যানের গুন্ডা বাহিনীর প্রদান সাহাবউদ্দিন পরিষদে সচিবের কক্ষে নিজের প্রভাব খাটিয়ে কাজের ব্যাঘাত ঘটায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন আমিন ও সুমন। এতে উত্তেজিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় চেয়ারম্যান ও তার গুন্ডা বাহিনী।
মারধরের শিকার আমিন জানান, নাগরিকত্ব সনদ আনতে গেলে আমার উপর হামলা হয়, হানলার এক পর্যায়ে চেয়ারম্যান জসিম উদ্দিন এসে আমাদের দুই ভাইকে সন্ত্রাসী তোকমা দিয়ে আবারো মারধর করে। এভাবে কয়েকদফা হামলা করা হয় আমাদের উপর। আমার সাথে থাকা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় চেয়ারম্যানবাহিনী। এই বিষয়ে জানতে চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদারকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার বলেন, আমি এই বিষয়ে অবগত না, আমি খবর নিচ্ছি।