নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীই। বেগম রোকেয়ার জন্মের ৭বছর পূর্বে তিনি কুমিল্লায় গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি রক্ষনশীল ও ধার্মিক হওয়ার কারনে মিডিয়ায় এতোদিন বিষয়টি যথায়থভাবে উপস্হাপিত হয়নি। নবাব ফয়জুন্নেছা চৌধুরানী: জীবন, কর্ম ও উত্তরসুরীদের কথা’ শীর্ষক এক সেমিনারে ২২ জানুয়ারী ২০২৫ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। সেমিনার ও আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী গবেষক ড.এস.এম ইলিয়াছ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেচ্ছা জমিদার বাড়ি জাদুঘরের সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহা এবং আরফাতুননেছা ওয়াকফ এস্টেট –এর সভাপতি ফজলে রহমান চৌধুরী আয়াজ। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ ফরহাদ সিদ্দিক। বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের উপ কীপার সাইদ সামসুল করিম, অনুষ্ঠানটি সঞ্চালনা জাতীয় জাদুঘরের কিপার আসমা ফেরদৌসী। আলোচানায় বক্তারা লাকসাম পশ্চিমগাঁওে নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর গ্যালারীকে নিদর্সন সমৃদ্ধ করতে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা নবাব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত নিদর্শন সমূহ সরবরাহের মাধ্যমে জাদুঘরের গ্যালারিকে সমৃদ্ধ করণে সবার সহযোগিতা কামনা করেন। সেই সাথে উদ্বোধনের প্রতীক্ষায় থাকা আরো ২শতাধিক নিদর্শন সমৃদ্ধ গ্যালারী ও রেস্ট হাউজ সাংস্কৃতি উপদেষ্টার উপস্থিতিতে উদ্বোধনের আহ্বান জানান।