স্টাফ রিপোর্টার
চাঁদা দিতে রাজী না হওয়ায় নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডায় সাগর হোসেন নামে এক ব্যবসায়ীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের দল নেতা কাইয়ুমের বিরুদ্ধে। দলনেতা কাইয়ুম বাঙ্গড্ডার পরিকোট গ্রামের মোবারক হোসেনের ছেলে। এলাকায় তার বিশাল কিশোর গ্যাং বাহিনী রয়েছে । এদের দিয়ে বিভিন্ন ব্যবসায়ী প্রবাসীদের টার্গেট করে চাঁদা আদায় করে । দিতে রাজী না হলে বাহিনী নিয়ে হামলা চালায়। সম্প্রতি গত শুক্রবার রাজধানীর চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাগর হোসেন একই ইউনিয়ন গান্দাচি গ্রামের বাড়ীতে গেলে কাইয়ুম তাঁর বাহিনী নিয়ে চাঁদা দাবী করে । রাজী করাতে না পেরে ব্যসায়ী সাগরকে কাইয়ুম ও তার বাহিনী দেখে নেয়ার হুমকি দেয়। পরবর্তীতে একই দিন সাগর হোসেন মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার সময় বাঙ্গড্ডা পূর্ব বাজার থ্রি স্টার হোটেলের সামনে ওত্ পেতে থাকা কাইয়ুম তার সহযোগীদের নিয়ে সাগর হোসেনের গতিরোধ করে । তাঁকে এলোপাতাড়ী কিল ঘুষি .মেরে তাঁর সাথে থাকা স্বর্ণের চেইন, মোবাইল ও নগদ টাকা চিনিয়ে নেয় এবং তাঁকে মারধর সহ অসহায়ত্বের ভিডিও ধারণ তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনায় নাঙ্গলকোট থানায় মামলা হয়। মামলায় কাইয়ুম ও তার সহযোগী পারভেজ (২৭) পিতা আবুল হাসেম,মোঃ শামীম পিতা আব্দুল হালিম, গ্রাম কাকিতলা পেরিয়া ইউনিয়ন, দেলোয়ার হোসেন,পিতা রেজাউল হক রাজাকার রেজু ,গ্রাম যজ্ঞশাল রায়কোট উত্তর ইউনিয়নকে আসামী করা হঘ ।
মামলার বাদী সাগর হোসেন বলেন, চাঁদাবাজরা আমার হাতে থাকা দুটি মোবাইল সেট যাহার বাজার মূল্য ৫০ হাজার টাকা আমার গলায় থাকা দুই ভরি ওজনের স্বর্ণের চেইন যার বাজার মূল্য দুই লাখ টাকার বেশী এবং পকেট থাকা নগদ ৯ হাজার টাকা নিয়ে যায় । তারা আমাকে বেধড়ক মারধর করিয়া শরীরে বিভিন্ন স্থানে ফুলা জখম করে এবংআমার নিকট হতে সবকিছু ছিনিয়ে নিয়ে একটি ভিডিও চিত্রধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয় । এতে আমার সম্মানহানি হয় । এখন মামলা তুলে নিতে তারা আমাকে নানানভাবে হুমকি প্রদান করছে। (মদপান ও নারীর সাথের ভিডিও) সন্ত্রাসী কাইয়ুম মাদকাসক্ত। মাদকের টাকা যোগানে সন্ত্রাসী কর্মকান্ড করে থাকেন বলে এলাকার অনেকেই অভিযোগ করেন। এলাকাবাসী অতীষ্ঠ হয়ে মৌখিক ভাবে নাঙ্গলকোট থানা পুলিশকে অভিযোগ করেছেন। এলাকাবাসী আরো বলেন, কাইয়ুম প্রায় মদ্যপান ও নারীদের নিয়ে আমোদ ফূর্তিতে মাতোয়ারা অবস্থায় থাকে। ভয়ে কেউ প্রতিবাদ করে না। মামলার আইও সনম বড়ুয়া বলেন, বাদীর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।