চৌদ্দগ্রাম প্রতিনিধি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেক কেটে, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। রোববার সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসাধারন সম্পাদক শাহীন রেজা, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতার হোসেন, দুলাল পাটোয়ারী, জসিম উদ্দিন মুন্সি, বাতিসা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিব উল্যাহ, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, সদস্য সচিব বদিউল আলম খা নোমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শামীম, পৌর মৎস্যজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজনসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদলের, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতবৃন্দ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।