নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে চোর চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে সাধারণ জনগণ। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিম নগর উপজেলার দরমন্ডল গ্রামের রাজা মিয়ার মেয়ে নাজমা বেগম (৩০), একই গ্রামের আক্কাছ মিয়ার মেয়ে দিরোলা বেগম (৩৫), ছোয়াব আলীর মেয়ে তাহমিনা আক্তার (২২)। তারা সবাই স্বামী পরিত্যক্তা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রাহেনা বেগম নামে এক ভুক্তভোগী নারী জানান, তার স্বামীকে ডাক্তার দেখাতে বর্হিবিভাগ থেকে টিকিট সংগ্রহ করেন। এই সময় অভিযুক্তদের মধ্যে একজন গলা টিপে ধরেন, অন্যজন কানের ধুল গলার সেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তিনি চোর চোর বলে চিৎকার দেয়। চিৎকার শুনে হাসপাতালের লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নাঙ্গলকোট থানার ওসি একে, ফজলুল হক জানান, চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।