• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

মেঘনায় তারুণ্যের উৎসব-২০২৫ইং উদযাপন

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), মেঘনা প্রতিনিধি / ৭৫ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় ২০২৫ইং সালের তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের।
উপজেলার বিভিন্ন দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রদর্শনী প্রস্তুত করেন। স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপি দাস, সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা রহমান, কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীরাও এতে অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে মেঘনার তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা