কুমিল্লার ‘চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি’(সিবিএস) এর অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর পদে পদোন্নতি পাওয়ায় সিবিএস’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মইনুদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এনসিসি ব্যাংকের ইভিপি আব্দুল্লাহ আল কাফি মজুমদার ও অনুষ্ঠানের সমন্বয়ক পূবালী ব্যাংকের কর্মকর্তা এস এম হাবিব মহসিন সুধনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ জাকির হোসেন চৌধুরী, সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন এম সাদেক হোসাইন, ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যস্থাপনা পরিচালক ও সিএফও মোঃ শহীদুল্লাহ এফসিএ, জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম মজুমদার, অগ্রণী দুয়ার এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের ইভিপি একেএম শহিদুল হক খন্দকার, ওয়ান ব্যাংকের এসইভিপি মোহাম্মদ নজরুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের এসইভিপি আশফাকুল হক মিঠু এফসিএ, মিচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিপি কাজী ছায়েদ মাহমুদ তারেক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ জয়নাল আবেদিন খান, অগ্রণী ব্যাংকে সহকারি মহা-ব্যবস্থাপক আগা আজিজুল ইসলাম চৌধুরী, আল আরাফা ইসলামী ব্যাংকের ভিপি মোঃ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সিটিজেন্স ব্যাংকের এসিসট্যান্ট অফিসার মোঃ ইউসুফ ও এবি ব্যাংকের অফিসার জান্নাতুল কাউনাইন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্ণর মোঃ জাকির হোসেন চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সোসাইটির সকল সিনিয়র নেতৃবৃন্দ।