আবু ইউসুফ
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মনোহরগঞ্জ উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে র্যালী করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মমিনুল হক, প্রকৌশলী শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, উপজেলা সেনা কল্যাণ সমিতির প্রতিনিধি হাজী সেলিম জাহাঙ্গীর, সহকারী সমাজসেবা অফিসার রাশেদুল মিয়াজি, সমাজসেবা অফিসের মোঃ সেলিম আহমেদ, মোঃ তোফাজ্জল হোসেন, কামাল হোসেন ও রেহানা বেগমসহ প্রমুখ। এসময় আগামীর বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় অংশগ্রহণ করেন সমাজসেবায় নিবন্ধন কৃত বিভিন্ন সংস্থা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ।