নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীসহ তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে বলে দাবি রোগীর স্বজনদের।
জানা যায়, প্রায় প্রতিদিনই বহির্বিভাগ, জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের নগদ টাকাসহ মূল্যবান জিনিস চুরি হচ্ছে। গত এক মাসে ১২-১৩টি চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা পাটোয়ার গ্রামের আফরোজা বেগমের ভ্যানেটি ব্যাগ থেকে চোর ১২ হাজার টাকার নিয়ে যায়। এসব চুরির ঘটনায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীসহ তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলার বাঙ্গড্ডা গ্রামের তৈয়বের স্ত্রী মাহমুদা বলেন, ‘কয়েক দিন আগে আমার মেয়েকে জরুরি বিভাগের ডাক্তার রক্ত পরীক্ষা দেয়। প্যাথলজিতে গিয়ে তার টাকা দিতে গিয়ে দেখি আমার ব্যাগে থাকা সব টাকা গায়েব!’
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বলেন, ‘আমি অফিস থেকে চলে যাওয়ার পরে একটি চুরির ঘটনা শুনি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আপনাদের জানাব।’ কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মুহাম্মদ সারওয়ার আকবর বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়াতে হবে। উপজেলা মাসিক মিটিংয়ে এ নিয়ে আলোচনা করা হবে।’