নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার শ্যামিরখীল হামজা বিন আব্দুল মোতালেব দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মন্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিলিপ দরবার শরীফের পীর আলহাজ¦ হযরত মাওলানা রুহুল আমিন। মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সিনিয়র ব্যবস্থাপক শহিদুল ইসলাম, আই এফএস মুখপাত্র এস এম আমিনুল হক মাওলা, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী জয়নাল আবেদীন, ইঞ্জিনিয়ার শাহজাহান মজুমদার, মাষ্টার আব্দুল মোমিন মুরাদ, মাষ্টার গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন সোহাগ, আবু ইউসুফ, সাধ উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, মাওলানা ইলিয়াস, মাওলানা রুহুল আমিন, হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন পরিচালক আবুল হাসেম বাবলু, সুমন, অভিভাবক সদস্য শিবলী নোমান প্রমূখ। অনুষ্ঠান শেষে দোয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও উপহার বিতরণ করেন অতিথিবৃন্দ।