মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৮শ ৯৫ পিস ইয়াবা, নগদ ১০ হাজার ৪শ টাকা ও এ কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ। জানা যায়, ৩০ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প এর কমান্ডার ক্যাপ্টেন ইউসুফ এর নেতৃত্বে¡ সেনাবাহিনী ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার হাসনাবাদ ইউপির জিনারাগ থেকে মাদক ব্যবসায়ী শাওন (২৪) কে আটক করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর অপর মাদক ব্যবসায়ী রুবেলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮শ ৯৫ পিস ইয়াবা, নগদ ১০ হাজার ৪শ টাকা ও এ কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী রুবেল এর বাড়ী নোয়াখালীর চাটখিল উপজেলার সাতরাপাড়া গ্রামে, সে ঐ গ্রামের ইকবাল হোসেনের ছেলে ও শাওন মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউপির ছোট বাদুয়ায়াড়া গ্রামের শহিদ উল্লার ছেলে। রুবেল নোয়াখালি থেকে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদের শাওনের কাছ থেকে ইয়াবা নিতে এসে উভয়ই সেনাবাহিনীর হাতে আটক হয়। যৌথ অভিযানে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সিরাজুল ইসলামসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আসামীদের কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি।