মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের উপর সন্ত্রাসী হামলার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উপজেলা পরিষদের ৩য় তলা থেকে নামছেন ছাত্র প্রতিনিধিরা, এসময় আগে থেকে সিড়ির কাছে থাকা কয়েকজন যুবক ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে। হামলাকারীরা লাথি, চড় থাপ্পড়সহ টেনে হিঁচড়ে নিচের দিকে নিয়ে যায়। হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা জেলা ছাত্র আন্দোলন।
ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা ছাত্র আন্দোলনের মুখপাত্র জাহিদুল ইসলাম সরকার পাঠানো প্রতিবাদ লিপিতে বলেন ২৯ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদে কুমিল্লা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মতবিনিময় সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সচিব ইয়াসিন আারাফাত, মাহমুদ হাসান জিহাদ, মোশাররফ হোসেন রাসেলসহ ছাত্র প্রতিনিধিদের উপর হামলা করে আহত করে। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়।