নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিদেশি মদ ও নগদ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। ৩০ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত এর নেতৃত্বে¡ উপজেলার বাঙ্গড্ডা এলাকা থেকে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নাঙ্গলকোট থানা পুলিশ যৌথ অভিযান চালায় মাদক ব্যবসায়ী আতিকের বাড়িতে। যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় একাধিক মাদক মামলার আসামী আতিক। মাদক ব্যবসায় সহযোগী আতিকের স্ত্রীি মুর্শিদা বেগম কে আটক করা হলেও সে কৌশলে পালিয়ে যায়। অভিযান চলাকালিন সময়ে তার বাড়ি থেকে ১২ বোতল বিদেশি মদ ও নগদ ১লক্ষ ১৮ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ইন্সপেক্টর সাইফুল ইসলাম, নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টর তৌফিক, সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আক্তারসহ যৌথ বাহিনীর সদস্যরা