#মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী#
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাধীন বটতলী ইউনিয়নের কাশিপুর দক্ষিণ পাড়া রওজাতুল আত্ফাল দারুসসুন্নাত নেছারিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ দু’আর মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাকরির পেশ করেন, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার আরবি প্রভাষক, হযরত মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ আল মুঈন। বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন, লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অত্র মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক কাশিপুর নেছারিয়া বালিকা মাদ্রাসার সহ-সুপার হযরত মাওলানা মোঃ শাহ আলম (লাকসামের হুজুর)। মাহফিলের সভাপতিত্ব করেন, মাদ্রাসার সভাপতি, কাজী মোহাম্মদ গোলাম মোস্তফা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার দাতা মোঃ ইসমাইল হোসেন সিরাজি (বাচ্চু)। মাহফিলে বহু ওলামায়ে কেরাম ও এলাকার সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসায় ও মাহফিলে আর্থিক সহযোগিতায় এলাকার প্রবাসীরা বিশেষ ভূমিকা পালন করেন। প্রধান আলোচক বলেন, সঠিক আকিদার সাথে অল্প আমল করেও পরকালে জান্নাত পাওয়া যাবে পক্ষান্তরে বাতিল আকিদা পোষণ করে বেশি আমল করেও কোন লাভ হবে না, বরণ বদ আকিদার কারণে জাহান্নামী হবে। মাহফিলে মিলাদ কিয়াম শেষে দেশের, প্রবাসের সহ বিশ্ব মুসলিম উম্মাহের জন্য বিশেষ দোয়া করা হয়। মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শাহ আলম সাহেব বলেন, অত্র এলাকার সর্বস্তরের জনগন ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা ও ভালোবাসায় আমি মুগ্ধ এভাবে আপনাদের সহযোগিতা পেলে অল্প সময়ে মাদ্রাসাটিতে তিন তলা বিশিষ্ট ভবন করা সম্ভব হবে তিনি আগামী বছর ও ৩১ ডিসেম্বর অত্র মাদ্রাসার বার্ষিক মাহফিলের ঘোষণা দেন।