লাকসাম প্রতিনিধি
গতকাল সোমবার সকালে প্রতিবছরের ন্যায় লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৪ খ্রিঃ প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রসরাজ দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য এ্যাডভোকেট নিজাম উদ্দিন। পরীক্ষা ফলাফলের কমিটির প্রধান ছিলেন সিঃ শিক্ষিকা রাশিদা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকল শ্রেণির ফলাফল প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসরাজ দাস। কোরআন তেলোয়াত করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সুলতানা শান্তা। গীতা পাঠ করেন ৯ম শ্রেনির শিক্ষার্থী পূর্নিমা সাহা পীন্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন খান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রসরাজ দাস বলেন, লেখাপড়ায় মনোযোগী হতে হবে। যারা ভাল ভাবে লেখা পড়া করছে তারাই, জ্ঞান, সভ্যতা উন্নয়ন করবে। তাই সকল অভিভাবকদের বলছি আপনারা মেয়েদের প্রতি সু-নজর দিন। সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের শিক্ষকদের লেখাপড়ার দিকে মনোযোগী হতে হবে। বিদ্যালয়ে এখন বড় বড় ভবন হচ্ছে কিন্তু পড়ালেখার মান উন্নত করতে হবে।