নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট গ্রামে দুবাই প্রবাসীর স্ত্রীকে অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় বাড়ী ঘর ভাংচুর মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুট করার অভিযোগ উঠেছে নুরুন্নবী,রনি,কবির,সজিবসহ ১০ জনের বিরুদ্ধে। গত ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর ও ১৬ ডিসেম্বর। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়,ওই প্রবাসীর স্ত্রী ৩ সন্তান নিয়ে ওই বাড়ীতে বসবাস করে আসছে,পাশের বাড়ীর নুরুন্নবী ওই ওই নারীকে কুপ্রস্তাব দেয় এতে রাজী না হওয়ায় তাকে মারধর করে বাড়ী ছাড়িয়া যাওয়ার হুমকি দেয়। এসময় ওই নারীর কান চিড়ে ৬০ হাজার টাকা মূল্যের কানের দুল নিয়ে যায়।পরে ১৬ ডিসেম্বর রাতে ঘরের দরজা ভেঙে ঘরে ডুকে মারধর করে বিবস্ত্র করার চেষ্টা করে। আলমিরা ভেঙে নগদ ৫০ হাজার টাকা ১ ভরি ওজনের গলার হারসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় ১৯ ডিসেম্বর কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন ভূক্তভোগী ওই নারী।
অভিযুক্ত নূরুরন্নবীকে পাওয়া যায়নি তবে অপর অভিযুক্ত রোজিনা বলেন,সে আমার চাচাত ঝা হয় ৫-৬ বছর তার সাথে সম্পর্ক নাই,পাশের বাড়ীর লোকজনের সাথে মারামারি হয়েছে। নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক শুভ বলেন, মামলা তদন্ত করে শীগ্রই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।