চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মেসার্স নুসরাত ট্রেডার্সের উদ্যোগে ইনসি সিমেন্ট পরিবারের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় মুন্সিরহাট বাজারস্থ আলিফ ফুড পার্ক এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ম্যানেজার মু. বেলাল হোসাইন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইনসি সিমেন্টের চট্টগ্রাম বিভাগীয় সেলস্ ম্যানেজার আবদুল আলীম সরকার।
মেসার্স নুসরাত ট্রেডার্সের স্বত্তাধিকারী ও ইনসি সিমেন্টের ডিলার খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিএম জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক ডা. মোশাররফ হোসেন বাহার, ইনসি সিমেন্টের সেলস্ ইঞ্জিনিয়ার মোঃ রায়হান হোসেন। কোরআন তেলোওয়াত করেন মাওলানা আবদুর রহিম।
গাজী আরিফুর রহমানের সঞ্চালনায় বিভিন্ন এলাকা থেকে আগত বাড়ি ওয়ালা, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজমিস্ত্রী গণ অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে মেসার্স নুসরাত ট্রেডার্স ও ইনসি সিমেন্টের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ইনসি সিমেন্ট পরিবারের জন্য চিকিৎসা সেবাই ৩০ পার্সেন্ট ছাড়ের ঘোষণা দেন প্রধান অতিথি।
প্রধান বক্তা বলেন, এশিয়ার সর্বোৎকৃষ্ট ও নিজস্ব উৎস থাইল্যান্ড থেকে আমদানিকৃত ক্লিংকার ইনসি সিমেন্ট উৎপাদনে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সুদীর্ঘ ৫৩ বছরের অভিজ্ঞতায় গড়া ও ঐতিহ্যে সেরা, “ইনসি” সিমেন্ট তাই গুণে-মানে অনন্য বাজারের সেরা সিমেন্ট।