এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের শামিরখিল হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান ৪ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার সকাল ১০ ঘটিকায় শামিরখিল হামজাবিন আব্দুল মুত্তালিব দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাজী আব্দুল সাত্তার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান (প্যানেল চেয়ারম্যান) রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ। উল্লেখ্য যে উক্ত ফাউন্ডেশন টি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী বছর ২০২১ সাল হতে এ ফাউন্ডেশনের মাধ্যমে বৃত্তি পরীক্ষার আয়োজন ধারাবাহিকভাবে চলে আসছে এ বছর এটি চতুর্থ বার্ষিক বৃত্তি পরীক্ষা। এ বৃত্তি পরীক্ষায় নাঙ্গলকোট, লাকসাম ও চৌদ্দগ্রামের প্রায় চল্লিশটি নূরানী মাদ্রাসার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্য হতে তিন ক্যাটাগরিতে ৪৭ জন শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হবে। যথাক্রমে ট্যালেন্টপুলে ৫ জন, সাধারণ গ্রেডে ২১ জন ও সাধারণ গ্রেড (বিশেষ) এ ২১ জন। এদের প্রত্যেককে বৃত্তি হিসেবে নগদ অর্থ ও সনদ প্রদান করা হবে। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানের উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের কে উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন-অনুষ্ঠানের সভাপতি ও ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ আব্দুল মান্নান (প্যানেল চেয়ারম্যান) রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ, নাঙ্গলকোট,কুমিল্লা।