জাফর আহমেদ
লাকসামে সার ও বীজ ব্যবসায়ীদের সাথে পরামর্শ ও আলোচনা সভা করেছে হোসেন এন্টারপ্রাইজ নামের একটি বীজ কোম্পানি। ২৮ ডিসেম্বর গ্রিনভিউ রেস্টুরেন্টের হলরুমে লাকসাম বাজার সার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোর্শেদ আলমের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হোসেন এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর ইরফান হোসেন, জেনারেল ম্যানেজার ড, আক্তার হোসেন, ডিজিএম মনিরুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ হাসান আলী, মার্কেটিং অফিসার মোঃ শাহিনসহ লাকসাম উপজেলার প্রায় অর্ধশত সার ও বীজ ব্যবসায়ী উক্ত পরামর্শ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।