এম এম ইউসুফ আলী
গত ২৯ ডিসেম্বর রবিবার সকাল দশ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের মতো লাঙ্গলকোটেও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম নির্বাচনের লক্ষ্যে উপজেলা মডেল মসজিদে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আল আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন মজুমদার এবং উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল কাইয়ুম মজুমদার। অতিথি বৃন্দ সম্মানিত ইমাম ও খতিব সাহেবদেরকে যার যার অবস্থান থেকে দেশের কল্যানে এগিয়ে আসার অনুরোধ করেন।