মনোহরগঞ্জ প্রতিনিধি
মাদক অশ্লীলতাকে না বলি শরীর চর্চার উদ্দেশ্যে খেলা ধুলা করি,এ স্লোগানকে সামনে রেখে ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ ঘটিকায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ এর উদ্যোগে ২০২৪ এর ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধন হয়েছে। ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক ড,সৈয়দ এ কে এম,সরওয়ার উদ্দিন সিদ্দিকী। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ যুব বিভাগ এর সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, বাংলাদেশ জামেয়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাওলানা নুরুন্নবী, সহযোগী অধ্যাপক সেন্ট্রাল মেডিকেল কুমিল্লা ডাক্তার মো,কাউছার হামিদ, জেনারেল ম্যানেজার ছওয়াব বাংলাদেশ মো,লোকমান হোসাইন প্রমুখ । ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা যুব বিভাগ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৈশাতুয়া ইউনিয়ন আমীর মুহা,মহিউদ্দীন ।ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন মৈশাতুয়া ইউনিয়ন বনাম ঝলম দক্ষিণ ইউনিয়ন ।এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবির সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক কেফায়েত উল্ল্যাহ কাসফী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ এর নেতৃবৃন্দ ।