এ এইচ এমন আবুল খায়ের
কুমিল্লার নাঙ্গলকোটে মঙ্গলবার পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর জোড্ডা পশ্চিম ইউনিয়নের ঘোড়াময়দান দারোগ আলীর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির আইয়ুব আলীর ছেলে জয়নাল আবেদীন (৫৫) হানিফ (৫০) শাহজাহান (৪০) মাঈন উদ্দিন এর নেতৃত্বে প্রায় ১০-১২ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে স্বর্ণালংকার নিয়ে যায়। এতে বাধা দিলে সন্ত্রাসিরা ওদেরকেও দেশীয় অস্ত্র ও লাঠি সোটা দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। আহতরা হলেন, দারোগ আলীর ছেলের বউ আসমা বেগম (২২), অপর ছেলের বউ উম্মে হাবিবা সুইটি (২৬), প্রতিবন্ধী নাতি রবিউল হোসেন (২৪), দারোগ আলীর ছেলে আবদুর রউফ (৩৫), আবুল হোসেন (৩০)।
স্বজনরা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে সালমার অবস্থা গুরুতর হলে তাকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক থেকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের মুঠোফোনে বারবার কল করেও পাওয়া যায়নি বলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।