স্টাফ রিপোর্টার
জুলাই-আগষ্ট হত্যাকান্ডে জড়িতদের বিচার এবং ফ্যাসিস্ট সরকারের সময়ের বিভিন্ন হত্যা মামলার আসামীদের গ্রেফতার এবং দেশবিরোধী বক্তব্য দেয়ায় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মু্িক্তযোদ্ধা আঃ হাই কানুর গ্রেফতার দাবীতে চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫শে ডিসেম্বর) বিকেলে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা মামুন মজুমদার।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা, ফ্যাসিবাদ সরকারের সময়ের সন্ত্রাসী, অস্ত্রধারী এবং হত্যা মামলার আসামীদের দ্রæত গ্রেফতারের দাবী জানান। দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত হত্যাসহ একাধিক মামলার আসামী কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আঃ হাই কানুকে দ্রæত গ্রেফতারের দাবী জানান। এসময় ছাত্রনেতা জাহিদ তালুকদার, হাসনাসহসহ বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন ছাত্রনেতা উপস্থিত ছিলেন।