লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের সকল পৌরসভার মতো লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়েরকে অপসারণ করা হয়। এরপর ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগ, কুমিল্লার উপ-পরিচালক এস. এম গোলাম কিবরিয়াকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। সর্বশেষ ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও কাউছার হামিদকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে ইউএনও কাউছার হামিদ পৌরসভার সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনায় পৌর নাগরিক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা চেয়েছেন।