লাকসাম প্রতিনিধি
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ওই ইউনিয়নের ৫শ’ অসহায়-শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার। এসময় ইউনিয়ন সচিব বেলাল হোসাইন, ইনকিলাব লাকসাম প্রতিনিধি দেলোয়ার হোসেন, হিসাব রক্ষক শফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার জানান, অসহায়, খেটে খাওয়া মানুষ, গরীব শীতার্তদের বিষয়টি মাথায় রেখে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে অসহায়, দুস্থ, শিশু ও পথচারীদের মাঝে ৫শ’টি কম্বল বিতরণ করা হবে। শীতার্ত কোন মানুষ যেন শীতে কষ্ট না পেয়ে থাকে সে জন্য উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হবে।