বিশেষ প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুঁইয়া কানুকে লাঞ্চিত ও জুতার মালা পড়িয়ে এলাকা ছাড়া করার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন নবী পাটোয়ারী নুরু ও পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দুলাল পাটোয়ারী, উপজেলা যুব দলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিডসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎসজীবিদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে পৌর বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ মজুমদার বলেন, আমরা কোন দুষ্কৃতিকারী এবং আওয়ামীলীগের পক্ষে প্রতিবাদ করছি না। আমাদের প্রতিবাদ একজন বীর মুক্তিযোদ্ধাকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, এই মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে যদি ১৯৭১ সালে দেশ স্বাধীন না করতেন তাহলে আমরা পেতাম না লাল সবুজের পতাকা। যারা মুক্তিযোদ্ধাকে অপমান করে জুতার মালা পড়িয়েছেন তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে তিনি প্রশাসনের প্রতি আহবান জানান।