নাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ফয়সাল আহমেদের ছোট ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনকে ছাত্রলীগের পক্ষে মিছিল করার জন্য ঢালুয়া ইউনিয়ন শিবিরের নেতাকর্মীরা মারধর করে আহত করেছে।
জানাযায় ১৫ ডিসেম্বর সাব্বির তার ফেসবুকে উস্কানিমূলক পোষ্ট করার পর বাজারে মাইক বাজিয়ে শেখ মুজিবের ভাষন চালায়। পরে পুলিশ তাদের চত্র ভঙ্গ করে দেয়। এরপর তারা আবার একত্রিত হয়ে রাতে মিছিল করে ঢালুয়া হাইস্কুলে পুষ্পস্তবক অর্পন করে। সে পোষ্ট ভাইরাল হয়, একই সময় আওয়ামী লীগের অফিসিয়াল ফেইজ থেকেও ওই পোস্ট করা হয়েছে।
এ ঘটনায় ১৬ ডিসেম্বরে পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিএনপি নেতাদের অভিযোগ জামায়াত নেতা ফয়সালের ইন্ধনে ঢালুয়ায় আওয়ামী লীগ -ছাত্রলীগ এই দুঃসাহস করছে। সে স্ট্যাটাসে লিখেছেন বৃহত্তর কুমিল্লার টুঙ্গিপাড়া থেকে বলছি ঢালুয়া ইউনিয়ন। এই স্ট্যাটাসের পর ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় যার ফলে তাকে চিল পাড়ায় এলাকায় মারধর করে, তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।