লাঙ্গলকোট প্রতিনিধি
কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও’র) বিরুদ্ধে বিজয় দিবসের অনুষ্ঠানের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়,চলতি বছরের ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আলামিন সরকার যোগদান করেন।এটি তার প্রথম কোন জাতীয় প্রোগ্রাম এ প্রোগ্রাম আয়োজনকে কেন্দ্র করে।উপজেলা ব্যাপি ব্যাপক চাঁদাবাজির করার অভিযোগ করেন ভূক্তভোগীরা। প্রতিটি ইটভাটা থেকে ২০ হাজার টাকা,প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ থেকে ১০ হাজার টাকা,প্রতিটি ভূমি অফিস থেকে ৫ হাজার টাকা,প্রতিটি প্রাইভেট হাসপাতাল থেকে ১০ হাজার টাকা চাদাঁ আদায় করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইটভাটার মালিক জানান,আগে জাতীয় কোন অনুষ্ঠান হলে আমাদের থেকে ৫ হাজার টাকা চাঁদা নিতো এবার নতুন ইউএনও ২০ হাজার টাকা চাঁদা নিয়েছে। এখনও ইটভাটা চালু করতে পারেনি। ইউনিয়ন পরিষদের কয়েকজন সচিব জানান,চাকরি জীবনে এই প্রথম বিজয় দিবসের অনুষ্ঠানের ১০ হাজার টাকা চাঁদা দিতে হলো।