নিজস্ব প্রতিবেদক
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ; বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, কাবাডি খেলা; বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, স্থানীয় হাসপাতাল এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির শান্তি ও কল্যাণ কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, প্রীতি ভলিবল ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লাকসামে বিজয় দিবস পালিত হয়েছে। লাকসাম উপজেলা পরিষদ প্রাঙ্গণ, উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় শহীদ মিনার ও বেলতলী বধ্যভূমি, লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দিনব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, ওসি (তদন্ত) মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজিয়া বিনতে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল-আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মনিষা পালসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও লাকসামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।