লাকসাম প্রতিনিধি
লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপি বিজয় মেলায় ১৮ জন নারী উদ্যোক্তার জন্য চারটি স্টল বরাদ্দ হয়, এই চারটি স্টলে মেলার প্রথম দিনে ক্রেতাদের উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে।
১৫ ডিসেম্বর সকাল ৮ টায় শুরু হওয়া মেলা উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কায়সার হামিদ। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন সেবা প্রদর্শনীর পাশাপাশি স্থানীয় অনলাইন ভিত্তিক ১৮ জন নারী উদ্দোক্তা অংশ নিয়েছেন।
উদ্যোক্তাদের সমন্বয়ক নারী উদ্দোক্তা হাজেরা কুদ্দুস রূপা এই প্রতিবেদককে জানান, আমরা খুব খুশি উপজেলা প্রশাসনের এমন সহায়তা পেয়ে। ভবিষ্যতে জন প্রতি একটি করে স্টল বরাদ্দ পেলে আমরা আরো বেশি পন্য নিয়ে উপস্থিতি হতে পারতাম। প্রথম দিনে প্রায় সকল পন্য বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, ১৬ ডিসেম্বর রাত ৮ পর্যন্ত চলবে মেলাটি, সকলকে আমন্ত্রণ রইলো। মেলা শেষে আপনারা আমাদের লাকসাম বাজার ফেসবুক গ্রুপে সকল উদ্যোক্তাদের পাবেন, সারাবছর আমরা সেখানে পন্যের প্রচারণা করে থাকি।
মেলায় নারী উদ্দোক্তাদের মধ্যে ব্লক বাটিকের তৈরি পোশাক নিয়ে হাজেরা কুদ্দুস রূপা, কুশিকাটা পোশাক উম্মে হুমায়রা নাজিফা, নকশীকাঁথা, বেবি ড্রেস সাহিদা আক্তার, বেবি ড্রেস, হিজাব, থ্রিপিস হাবিবা সুরাইয়া, সকল ধরনের পিঠা ইসরাত জাহান রীনা, হোম মেইড কেক আহানা জাহান রেহানা, হোম মেইড কেক হাসিনা আক্তার, কেক ও পিঠা – মর্জিনা করিম, নকশিকাঁথা সাজিয়া আফ্রিন নিতু, কেক ও হ্যান্ড পেইন্টের ড্রেস মায়েদা মাহবুব, নকশিকাঁথা, এমব্রয়ডারি ড্রেস রাহানারা ময়না, সমুচা, সিঙারা জান্নাতুল ফেরদৌস নাহিন, সন্দেশ ও পোশাক সুস্মিতা আঁখি, নাড়ু সন্দেশ ও আচার মনি সাহা এশা, সন্দেশ সরস্বতী রানী সাহা, পিঠা ও আচার তোহা তানহা, আচার আকলিমা আক্তার, বাটিকের পোশাক নিয়ে অদ্রিজা রয় প্রমুখ অংশ নেয়।